Sambad Samakal

Indian Population: জনসংখ্যার নিরিখে চিনকেও ছাপিয়ে গেল ভারত! কী তথ্য রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায়?

Apr 19, 2023 @ 6:34 pm
Indian Population: জনসংখ্যার নিরিখে চিনকেও ছাপিয়ে গেল ভারত! কী তথ্য রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায়?

ঈঙ্গিত মিলেছিল আগেই, এবার উঠে এল পরিষ্কার তথ্য-পরিসংখ্যান। জনসংখ্যার নিরিখে চিনকেও ছাপিয়ে গেল ভারত! চিনকে পেছনে ফেলে ভারতই এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ! সম্প্রতি এমনই তথ্য উঠে এল রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায়। বর্তমানে দু’ই দেশের জনসংখ্যার পার্থক্য দাঁড়িয়েছে ৩০ লক্ষের কিছু বেশি।

রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে করা সমীক্ষায় উঠে এসেছে, এই মুহূর্তে চিনের জনসংখ্যা হল ১৪২ কোটি ৫৭ লক্ষ। একই সময়ে ভারতের মোট জনসংখ্যা হল ১৪২ কোটি ৮৬ লক্ষ। ফলে চিনকে ছাপিয়ে এই মুহূর্তে বিশ্বের জনবহুল দেশের তকমা পেল ভারত। দীর্ঘদিন ধরে চিনের দখলেই ছিল এই রেকর্ড। সমীক্ষার তথ্য অনুযায়ী, বিশ্বের তৃতীয় জনবহুল দেশ হল আমেরিকা, যেখানে জনসংখ্যা ৩৪ কোটি।

Related Articles