Sambad Samakal

Chingrighata Flyover Slides: চিংড়িঘাটা উড়ালপুলে ধস! কারণ কী?

Apr 20, 2023 @ 10:40 am
Chingrighata Flyover Slides: চিংড়িঘাটা উড়ালপুলে ধস! কারণ কী?

ধস নামল চিংড়িঘাটা উড়ালপুলে। বৃহস্পতিবার সকালে আচমকাই উড়ালপুলে বড় বড় বেশ কয়েকটি গর্ত দেখা যায়। উড়ালপুলের চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভগামী লেনে সুকান্তনগরের কাছে তৈরি হয়েছে এই গর্তগুলি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কেএমডিএ-র আধিকারিকরা। ঘটনাস্থল খতিয়ে দেখে ধসের কারণ বোঝার চেষ্টা করছেন তাঁরা। দুর্ঘটনা এড়াতে কিছুটা শ্লথ করা হয়েছে যান চলাচলও। তবে ধসের কারণ নিয়ে ধন্ধে কেএমডিএ-র আধিকারিকরা। স্থানীয়দের অনুমান, মেট্রোর কাজের কারণে এই ঘটনা হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ চলছে উড়ালপুলের ঠিক পাশেই। সেখানে ক্রেন, বোরিং মেশিনের মতো ভারী যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। যদিও খবর লেখা পর্যন্ত এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। এলাকাবাসী জানিয়েছেন, এর আগেও উড়ালপুলে এই ধরনের গর্ত বা ধস হয়েছিল। এবারের গর্তগুলি আকারে অনেকটাই বড়।

Related Articles