Sambad Samakal

Sudan: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা! কীভাবে ফেরানো হচ্ছে ভারতীয়দের?

Apr 24, 2023 @ 12:26 pm
Sudan: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা! কীভাবে ফেরানো হচ্ছে ভারতীয়দের?

লাগাতার গৃহযুদ্ধের জেরে কার্যত বিধ্বস্ত সুদান। সরকারি হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৪০০-রও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে মরিয়া ভারত। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, যুদ্ধের মধ্যেই চরম ঝুঁকিপূর্ণ ভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা বাহিনী।

ভারতীয় বিদেশ মন্ত্রক জানাচ্ছে, নাগরিকদের উদ্ধারের জন্য সৌদি আরবের রাজধানী জেদ্দায় দু’টি সি-১৩৯-জে সামরিক বিমানকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধাও সুদান বন্দরে পৌঁছে গিয়েছে। সে দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গৃহযুদ্ধের জেরে চরম হাহাকারের পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে। বিদ্যুৎ-জলের অভাব নিয়েই প্রাণ বাঁচাতে কার্যত গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন সাধারণ নাগরিকরা।

Related Articles