Sambad Samakal

Abhishek: অবাধ-শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট কীভাবে? কী বার্তা অভিষেকের?

Apr 25, 2023 @ 12:40 pm
Abhishek: অবাধ-শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট কীভাবে? কী বার্তা অভিষেকের?

মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জ থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচীর সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জনসংযোগ যাত্রার প্রথম সমাবেশ থেকে ফের অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের পক্ষে বার্তা দিলেন তিনি।

এদিন অভিষেক বলেন, “আমি দীর্ঘদিন ধরে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের কথা বলে আসছি। কিন্তু কীভাবে তা বাস্তবায়িত হবে? জনগণ নিজেই নিজের প্রার্থী বেছে নেবে। আপনারা যাকে প্রার্থী হিসেবে চাইবেন, তাকেই দল সর্বশক্তি দিয়ে জিতিয়ে আনবে। নিজের এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দেবেন। মোদিজির ৫৬ ইঞ্চির ছাতি বা বালাকোটের নামে ভোট দেবেননা। কোনও ধর্নীয় সুরসুরিতে ভোট দেবেনা। ১০০ দিনের কাজ, গ্রামীণ আনাস, এলাকার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দেবেন। আপনাদের মতামত জানতেই আমি রাস্তায় নেমেছি। কোনও দলীয় নেতা নয়, মানুষ যাকে চাইবে, সেই প্রার্থী হবে। তাহলেই মানুষের পঞ্চায়েত গঠিত হবে।”

Related Articles