Sambad Samakal

Firhad: লালন শেখের মৃত্যুর এতদিন পর ফিরহাদকে সামনে রেখে কেন বগটুইয়ে তৃণমূল?

Apr 25, 2023 @ 5:54 am
Firhad: লালন শেখের মৃত্যুর এতদিন পর ফিরহাদকে সামনে রেখে কেন বগটুইয়ে তৃণমূল?

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর এখনও ক্ষোভে ফুঁসছে গোটা বগটুই গ্রাম। সেই ক্ষোভের আগুন এতটাই তীব্র যে, মাঝে বহুদিন কেটে গেলেও এখনও এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে পারেনি ঘাসফুল শিবির। এদিকে দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। মঙ্গলবারই কোচবিহার থেকে “তৃণমূলে নবজোয়ার” কর্মসূচি শুরু করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুমাসের এই কর্মসূচিতে উত্তরবঙ্গ সফর সেরে শীঘ্রই মুর্শিদাবাদ, বীরভূমেও পা রাখবেন অভিষেক। এই পরিস্থিতিতে তাই অনুব্রতহীন বীরভূমে বগটুইবাসীর ক্ষোভ প্রশমনে দীর্ঘদিনের সৈনিক ফিরহাদেই আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো। আজ, মঙ্গলবার সরকারি উন্নয়ন কর্মসূচি নিয়ে বগটুই পৌঁছচ্ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আজ বগটুইয়ে সরকারি উন্নয়ন কর্মসূচি কম্পিউটার সেন্টার উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম। পড়ুয়াদের মধ্যে বিলি করবেন ল্যাপটপও। উল্লেখ্য, কিছুদিন আগে একটি কর্মসূচিতে অংশ নিতে বগটুই ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লালন শেখ মৃত্যুর এতদিন পর আদতে ফিরহাদকে সামনে রেখে সংখ্যালঘু অধ্যুষিত বগটুইয়ে জমি পুনরুদ্ধারের চেষ্টায় নামছে তৃণমূল।

এদিন বগটুই ছাড়াও মারগ্রামে দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন ফিরহাদ। গত ৫ ফেব্রুয়ারি বোমা ছুড়ে মারগ্রামে লাল্টু শেখ ও নিউটন শেখ নামে দুই তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে কংগ্রেসী দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ মারগ্রামে দলীয় কর্মী খুনের সেই প্রতিবাদ সভায় আজ যোগ দেবেন ফিরহাদ হাকিম। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে দলীয় প্রস্তুতি নিয়ে অংশ নেবেন জেলা কোর কমিটির বৈঠকে। খতিয়ে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের প্রস্তুতিও।

Related Articles