Sambad Samakal

Grambanglar Matamat: অভিষেক চলে যেতেই ব্যালট লুঠ! শুরুতেই প্রশ্নের মুখে তৃণমূলের গণভোট?

Apr 25, 2023 @ 4:03 pm
Grambanglar Matamat: অভিষেক চলে যেতেই ব্যালট লুঠ! শুরুতেই প্রশ্নের মুখে তৃণমূলের গণভোট?

রক্তপাতহীন পঞ্চায়েত গঠনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দিতে গোপন ব্যালটে ভোট দেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির নাম গ্রামবাংলার মতামত। মঙ্গলবারই কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গোপন ব্যালটে ভোট দেওয়ার কাজ শুরু করেছিল। কিন্তু শুরুতেই ছন্দপতন! সাহেবগঞ্জের সভামঞ্চ থেকে অভিষেক চলে যেতেই ব্যালট পেপার লুঠ করলেন একদল কর্মী। ভাঙ্গা হল ব্যালটবক্স। ছেঁড়া হল ব্যালট পেপার। তাঁদের বাধা দিতে গিয়ে কার্যত হিমশিম খেল পুলিশও!

এদিন দিনহাটার সাহেবগঞ্জে সভা করেন অভিষেক। সভাস্থলে রাখা ব্যালট বাক্সে সকলকে নিজের পছন্দমত প্রার্থীর নাম লিখে ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক। কিন্তু তিনি চলে যেতেই দেখা গেল, ব্যালট বাক্স ঘিরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। এমনকী অনেককে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যেতেও দেখা যায়। এই ঘটনায় স্বভাবতই শুরুতেই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল তৃণমূলের গণভোট প্রক্রিয়া।

Related Articles