মঙ্গলবার সকালে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। আর এই বিশেষ দিন উপলক্ষে কেদারনাথ মন্দিরের সামনে ভিড় করেছিলেন হাজার হাজার পূণ্যার্থী৷ দরজা খোলার পরে এদিন কেদারনাথ মন্দিরে বিশেষ পূজার্চনার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
আগামী ছয় মাস কেদারনাথ মন্দিরের দরজা সাধারণ পূণ্যার্থীদের জন্য খোলা থাকবে। তবে প্রথম থেকেই কেদারনাথের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল রয়েছে এবছর। আগামী কয়েক দিনে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তা সত্ত্বেও পূণ্যলাভের আশায় কেদারনাথ মন্দির দর্শণের জন্য ভিড় জমিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।