Sambad Samakal

Medicines: গুণমান যাচাইয়ের পরীক্ষায় ডাহা ফেল! ‘ভেজাল’ তালিকায় আছে আপনার ওষুধ?

Apr 27, 2023 @ 12:18 pm
Medicines: গুণমান যাচাইয়ের পরীক্ষায় ডাহা ফেল! ‘ভেজাল’ তালিকায় আছে আপনার ওষুধ?

গুণমান যাচাইয়ের পরীক্ষায় ডাহা ফেল করল নিত্য ব্যবহার্য ৪৮টি ওষুধ! সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানািজেশনের পক্ষ থেকে ‘ভেজাল’ ওষুধের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, মোট ১ হাজার ৪৯৭টি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তারমধ্যে অধিকাংশ ওষুধের গুণমান ঠিক থাকলেও, মোট ৪৮টি ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি।

জানা যাচ্ছে, ‘ভেজাল’ ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টি ডায়বেটিক, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম, কার্ডিয়াক ওষুধ। প্রকাশিত তালিকা অনুযায়ী, মৃগীরোগের ওষুধ গাবাপেন্টিন, হাইপারটেনশনের ওষুধ টেলমিসার্টান, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ গ্লিমেপিরাইড, মেটফর্মিন, এইচআইচভি’র ওষুধ রিটোনেভির গুণমান যাচাইয়ের পরীক্ষায় ব্যর্থ হয়েছে।

এছাড়াও, অ্যামক্সিসিলিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি৩ ট্যাবলেট, প্রোবায়োটিক্স ও মাল্টিভিটামিন হিসেবে ব্যবহৃত একাধিক ওষুধও ‘ভেজাল’ বলে প্রমাণিত হয়েছে।

Related Articles