Sambad Samakal

Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ মামলার শুনানি থেকে সরানোর নির্দেশ শীর্ষ আদালতের

Apr 28, 2023 @ 2:04 pm
Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ মামলার শুনানি থেকে সরানোর নির্দেশ শীর্ষ আদালতের

নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, সবকটি মামলা অন্য বিচারপতির এজলাসে সরানো হল। বিচারাধীন বিষয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেই মামলাতেই শুক্রবার এই রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “নিয়োগ দুর্নীতি মামলায় যে বা যাঁরা অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে তদন্ত হোক, তৃণমূল কংগ্রেস বাঁধা দেবে না। কেউ দোষী প্রমাণিত হলে, শাস্তি পাক। তৃণমূল কংগ্রেস তাঁদের পক্ষ নিয়ে কথা বলবে না। কিন্তু মামলাকে কেন্দ্র করে যদি কোনও ব্যাক্তি চেয়ায়ের অপব্যবহার করে বৃহত্তর আঙ্গিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করতে চান, তাহলে তার প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা শুধু সেই প্রতিবাদটুকুই করেছিলাম। মহামান্য শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানাই।”

Related Articles