Sambad Samakal

Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

Apr 28, 2023 @ 10:08 am
Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

মেষ: ব্যবসায়িক উন্নতির যোগ। কর্মস্থলে অধস্তনদের ওপর ভরসা না করাই ভালো হবে আজ।

বৃষ: সৃষ্টিশীলতা। বিপদের হাতছানি।

মিথুন: নতুন পরিকল্পনা। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পেতে পারেন।

কর্কট: প্রয়োজন ছাড়া তর্ক এড়িয়ে চলাই ভালো আজ। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকুন।

সিংহ: আর্থিক লাভ। যৌথ ব্যবসায় বিনিয়োগে ক্ষতির আশঙ্কা।

কন্যা: নতুন বন্ধুত্বে সাবধান। পাওয়া টাকা আদায় হতে পারে।

তুলা: দাম্পত্যে শান্তি। গুরুজনদের পরামর্শে সুফল মিলবে।

বৃশ্চিক: আকস্মিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে বাড়তি চাপ।

ধনু: হতাশা। শত্রুদের থেকে সাবধান।

মকর: নতুন কাজের জন্য সম্মান লাভ। পুরনো কোনও সমস্যার সমাধান।

কুম্ভ: আর্থিক সমৃদ্ধি। পিঠের ব্যথায় কষ্ট পাবেন।

মীন: মানসিক অস্থিরতা। গৃহে শান্তি।

Related Articles