Sambad Samakal

Weather: আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

Apr 28, 2023 @ 10:33 am
Weather: আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাগুলোতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার পারদ বেশ কয়েক ডিগ্রি চড়তে পারে। বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকায় বেলার দিকে অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬ শতাংশ।

Related Articles