দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল তৃণমূল কর্মীকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে টিটাগড়ের আলিহায়দর রোডের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম আনোয়ার আলি (৩০)। গলায় গুলি লাগে তাঁর। তড়িঘড়ি আনোয়ারকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় আনোয়ারের। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানতে তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>