Sambad Samakal

Ranajit Guha: প্রয়াত প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Apr 29, 2023 @ 12:40 pm
Ranajit Guha: প্রয়াত প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শনিবার প্রয়াত হলেন প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। অস্ট্রিয়ায় নিজের বাসভবনেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের বুকে নিম্নবর্গের মানুষের ইতিহাস রচনার ক্ষেত্রে রণজিৎ গুহর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ঐতিহাসিক রণজিৎ গুহর রচিত ‘এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজান্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’র মতো আকরগ্রন্থ আজও গুরুত্বের সঙ্গে সমাদৃত হয়। এছাড়াও ‘আ রুল অফ প্রপার্টি’ সহ বহু গবেষণাধর্মী লেখা রয়েছে তাঁর।

রণজিৎ গুহর প্রয়াণে শোকপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “প্রবাদপ্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি। তিনি ভারতের কৃষক আন্দোলন নিয়ে সূদূরপ্রসারী কাজ করেছেন। নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ধারা গড়ে তোলেন। এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার প্রভাব পড়ে সারা পৃথিবীতে। আমি রণজিৎ গুহর স্ত্রী মেখঠিল্ড গুহ সহ তাঁর সকল আত্মীয় পরিজন, ছাত্রছাত্রী ও অনুরাগীদের সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Related Articles