‘তৃণমূলে নবজোয়ার যাত্রা’ কর্মসূচীতে জনসংযোগ অভিযান চালাচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার করণদিঘির জনসভা থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন তিনি।
এদিন জনসভার একদম শেষে উপস্থিত তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে অভিষেক বলেন, “ও তৃণমূলের লক্ষ্মী। ও যত থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল, এবার রাহু-কেতুর দৃষ্টি পড়েছে। ও বিজেপিতে থাকলে, তৃণমূলেরই লাভ।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, জনসংযোগ যাত্রায় এই প্রথম শুভেন্দু অধিকারীকে এত তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক। তৃণমূলে নবজোয়ার যাত্রা সম্পর্কে রবিবারই তীব্র আক্রমণ করেছিলেন শুভেন্দু। এদিন তারই পাল্টা দিলেন অভিষেক, মনে করছে ওয়াকিবহাল মহল।