Sambad Samakal

Divorce: ঐতিহাসিক রায়! বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনে কী বদল আনল সুপ্রিমকোর্ট?

May 1, 2023 @ 3:20 pm
Divorce: ঐতিহাসিক রায়! বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনে কী বদল আনল সুপ্রিমকোর্ট?

বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় সোমবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিমকোর্ট। এদিন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, বিবাহ বিচ্ছেদের জন্য আর বাধ্যতামূলক ভাবে ছয় মাসের অপেক্ষা করতে হবেনা। এই সংক্রান্ত আইনি বিধানকেই বাতিল বলে এদিন ঘোষণা করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

সুপ্রিমকোর্টের বিচার সঞ্জয় কিষাণ কৌল, এসএস ওকা, সঞ্জীব খান্না, বিক্রম নাথ ও জেকে মহেশ্বরীর সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, আবশ্যিকভাবে ছয় মাস অপেক্ষা না করেও বিবাহ বিচ্ছেদ পাওয়া সম্ভব। বিচারপতিদের যুক্তি, যে সম্পর্ক টিকবে না, সেখানে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। সেখানে দু’পক্ষের সহমতের ভিত্তিতে শর্তসাপেক্ষে ছয় মাস অপেক্ষা না করেই বিচ্ছেদ চূড়ান্ত হতে পারে। তবে আদালত ভরণপোষণ, রক্ষণাবেক্ষণ প্রদাণ সহ বেশ কয়েকটি শর্ত সেক্ষেত্রে আরোপ করতে পারে।

Related Articles