Sambad Samakal

BJP: ময়নায় বিজেপি নেতা খুনে হাইকোর্টে পরিবার, কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত?

May 2, 2023 @ 2:25 pm
BJP: ময়নায় বিজেপি নেতা খুনে হাইকোর্টে পরিবার, কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত?

ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরমধ্যেই কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন মৃতের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কোনও হাসপাতালে ময়নাতদন্তের আর্জি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

ইতিমধ্যেই হাইকোর্টের পক্ষ থেকে এই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, বুধবার সকালে মামলাটির শুনানি হতে পারে। প্রসঙ্গত, এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ময়নায় দাঁড়িয়ে একই দাবি জানিয়েছিলেন। বুধবার ১২ ঘণ্টা ময়না ব্লক বনধের ডাকও দিয়েছে বিজেপি।

Related Articles