Sambad Samakal

Alorani Sarkar: বাংলাদেশী নাগরিক! আলোরানির আবেদন খারিজ করে কী জানাল হাইকোর্ট?

May 5, 2023 @ 3:38 pm
Alorani Sarkar: বাংলাদেশী নাগরিক! আলোরানির আবেদন খারিজ করে কী জানাল হাইকোর্ট?

একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের হাত ধরে বিজেপি থেকে ঘাসফুল শিবিরে এসেছিলেন আলোরানি সরকার। আর তিনিই কিনা বাংলাদেশী নাগরিক! ২০২১ সালে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েও নির্বাচনে হেরে যান তিনি। তারপরেই কলকাতা হাইকোর্টে ইলেকশান পিটিশন দায়ের করেন আলোরানি। সিঙ্গেল বেঞ্চের পরে শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও তাঁর আবেদন খারিজ করে দিল।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের আইনজীবী আদালতে সওয়াল করে জানান, আলোরানি সরকারের নাম বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে। ফলে তিনি বাংলাদেশী নাগরিক। ভারতীয় সংবিধান অনুসারে দ্বৈত নাগরিকত্বের কোনও স্থান নেই। এদিন কার্যত আদালত সেই দাবিকেই মেনে নিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আলোরানির ইলেকশান পিটিশন খারিজ করে দেওয়ায় তিনি আরও বিপাকে পড়লেন বলেই মনে করছে আইনজীবী মহলের একাংশ।

Related Articles