Sambad Samakal

Samaresh Majumdar: ‘সাতকাহনে’র ‘কালপুরুষ’ যখন ‘মৌশলকাল’ অতিক্রম করে পরপারে!

May 8, 2023 @ 7:06 pm
Samaresh Majumdar: ‘সাতকাহনে’র ‘কালপুরুষ’ যখন ‘মৌশলকাল’ অতিক্রম করে পরপারে!

নীলাদ্রিশেখর গঙ্গোপাধ্যায়

মাধবী কিন্তু লতা ছিলেন। জড়িয়ে ধরেন। যেমন নীলা বলেছিলেন সবার তাকে সহ্য হয় না। বাঙালীর রোমান্টিকতাকে কাল্ট করে দিয়ে গিয়েছেন অনিমেষ-মাধবীলতা জুটি। ‘উত্তরাধিকার’ থেকে ‘কালবেলা’ হয়ে ‘কালপুরুষে’ বাঙালির ভাঙাচোরা সময়কে আর আগুনখেকো উত্তাল রাজনৈতিক সমাজকে ধরে রাখা খুব সহজ নয়। আর এই ‘সাতকাহন’ শেষ না করেই পরপারে পাড়ি দিলেন বাংলা সাহিত্যের অন্য সমরেশ। তিনি সমরেশ মজুমদার।

সোমবার তাঁর সাহিত্য সৃজনের ‘দৌড়’ থামালেন সমরেশ মজুমদার। জন ও বেড়ে ওঠা ডুয়ার্সের গয়রাকাটা চা বাগানে। মদেশিয়দের জীবন, চা বাগানের প্রকৃতি তাই ঠাঁই নিয়েছিল সমরেশ মজুমদারের লেখায়। আর লেখকের মতোই তাঁর সৃষ্ট চরিত্ররা যেমনা অনিমেষ থেকে অর্জুন কলাকাতা মহানগরে এসেই ব্যপ্তি লাভ করেছে। তাই অনিমেষ আর সমরেশ যেন আলাদা সত্ত্বা নন।

তার লেখা যেন ক্যানভাসে আঁকা ছবি। ফলে চলচিত্র থেকে মেগা সিরিয়ালে তাঁর সাহিত্যের চলচিত্রায়ন হয়েছে আকছার। লেখার জনপ্রিয়তা আর গুণ-মানের জন্য সাহিত্য অ্যাকাডেমি থেকে বঙ্গ বিভূষণে ভূষিত হয়েছেন তিনি।

Related Articles