Sambad Samakal

Weather: বাড়ছে অস্বস্তিকর গরম! কতটা চড়বে তাপমাত্রার পারদ? বৃষ্টি হবে?

May 9, 2023 @ 9:30 am
Weather: বাড়ছে অস্বস্তিকর গরম! কতটা চড়বে তাপমাত্রার পারদ? বৃষ্টি হবে?

মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। ফলে বাড়ছে অস্বস্তিকর গরমের অনুভূতি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে লাগাতার চড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সমস্ত জলীয় বাষ্প শুষে নেওয়ায়, আর্দ্রতার পরিমাণ কমে গিয়েছে অনেকটাই। অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে এখনই বাংলায় ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ক্রমশ মায়ানমার-বাংলাদেশ সীমান্তের দিকে তা সরে যাচ্ছে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৪ শতাংশ।

Related Articles