Sambad Samakal

NIA Investigation: দাড়িভিট কাণ্ডের তদন্তে এনআইএ! কী নির্দেশ হাইকোর্টের?

May 10, 2023 @ 11:23 am
NIA Investigation: দাড়িভিট কাণ্ডের তদন্তে এনআইএ! কী নির্দেশ হাইকোর্টের?

২০১৮ সালে ইসলামপুরের দাড়িভিট স্কুলের সামনে বিক্ষোভ চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছিল দু’ই ছাত্রের। সেই ঘটনায় এবার এনআইএ তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এতদিন পর্যন্ত রাজ্য সিআইডি তদন্তের ভার সামলাচ্ছিল। অবিলম্বে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ’কে সমস্ত তথ্য-নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

দাড়িভিটে মৃত দুই ছাত্র তাপস বর্মণ ও রাজেশ সরকারের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তাদের অভিযোগ ছিল পুলিশের গুলিতেই তাপস ও রাজেশের মৃত্যু হয়েছে, তাই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের ভার দেওয়া হোক।

তবে বিচারপতি মান্থা এদিন নিজের পর্যবেক্ষণে জানান, যেহেতু গুলি চলার সঙ্গেই বোমা বিস্ফোরণের মত ঘটনাও ঘটেছিল, তাই এনআইএ এই বিষয়ে তদন্ত করবে। মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে কিনা, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তদন্তকারীরাই। এছাড়াও মৃত দুই ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

Related Articles