Sambad Samakal

Weather: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, কোন কোন জেলায় ফের জারি তাপপ্রবাহের সতর্কতা?

May 11, 2023 @ 9:31 am
Weather: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, কোন কোন জেলায় ফের জারি তাপপ্রবাহের সতর্কতা?

শেষ কয়েক দিন ধরে লাগাতার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। বৃহস্পতিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত কম থাকায় শুষ্ক অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে। আপাতত দু’এক দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশ।

Related Articles