Sambad Samakal

Primary Recruitment: প্রাথমিকে চাকরি বাতিল! ৩৬ হাজার পরিবারের পাশে দাঁড়িয়ে কী সিদ্ধান্ত পর্ষদের?

May 12, 2023 @ 8:58 pm
Primary Recruitment: প্রাথমিকে চাকরি বাতিল! ৩৬ হাজার পরিবারের পাশে দাঁড়িয়ে কী সিদ্ধান্ত পর্ষদের?

প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার সন্ধ্যায় পর্ষদ সভাপতি গৌতম পাল জানালেন, “হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে আমরা চ্যালেঞ্জ জানাব, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। সবাইকে নিয়ম মেনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩৬ হাজার শিক্ষকের মধ্যে কেউ এখন আর প্রশিক্ষণহীন নন।”

উল্লেখ্য, এদিনই ২০১৪ টেটের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায়ে তিনি জানিয়েছেন, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালের যে প্যানেল তৈরি হয়েছিল, তাতে ৪২ হাজার নিয়োগ হয়েছে। এর মধ্যে অপ্রশিক্ষিত ৩৬ হাজার শিক্ষকের প্যানেল বাতিল করল আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য।

Related Articles