Sambad Samakal

Abhisek: তিন মাস অন্তর পঞ্চায়েতের পর্যালোচনা! মন্তেশ্বরের সভা থেকে কী বার্তা অভিষেকের?

May 13, 2023 @ 5:57 pm
Abhisek: তিন মাস অন্তর পঞ্চায়েতের পর্যালোচনা! মন্তেশ্বরের সভা থেকে কী বার্তা অভিষেকের?

“পঞ্চায়েত নির্বাচনে একবার জিতে যাওয়া মানে, পাঁচ বছরের জন্য লাইসেন্স পেয়ে যাওয়া নয়।” পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জনসভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জন সংযোগ যাত্রা কর্মসূচির ১৯তম দিনে, শনিবার মন্তেশ্বরের কুসুমগ্রামের হাটতলা গ্রাউন্ডে জনসভা করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, “আপনারা নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিন। যে গ্রামের মানুষের জন্য কাজ করবে, যাকে ডাকলেই মানুষ পাবে।” তারপরেই অভিষেক বলেন, “পঞ্চায়েতে জিতে যাওয়া মানেই হাতির পাঁচপা দেখা নয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আমি নিজে প্রতি তিন মাস অন্তর প্রতিটা পঞ্চায়েত ধরে ধরে পর্যালোচনায় বসব। নির্বাচিত প্রার্থী যদি মানুষের জন্য কাজ করেন, যদি মানুষকে সঠিক ভাবে পরিষেবা পৌঁছে দেন, তাহলে তিনি পদে থাকবেন। কিন্তু যদি তিনি পরিষেবা না দেন, তাহলে তাঁকে আমি দায়িত্ব নিয়ে বহিষ্কার করব।” সাম্প্রতিক অতীত মনে করিয়ে দেন অভিষেক। বলেন, “আপনারা তো দেখিয়েছেন, ছয় মাসে আমি পাঁচটা পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়া করিয়েছি। যদি কোনো পঞ্চায়েত প্রধান ফোন না ধরেন, দেখা না করেন, কথা না বলেন, পরিষেবা না দেন, তাহলে তাঁর প্রধান হয়ে থাকার কোনো অধিকার নেই। তাঁকে সরতেই হবে। যিনি মানুষকে পরিষেবা দেবেন, তিনিই পঞ্চায়েতে থাকবেন। আর এটাই তৃণমূলে নব জোয়ার।”

Related Articles