Sambad Samakal

ICSE ISC: প্রকাশিত আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফলাফল, প্রথম স্থানে কে?

May 14, 2023 @ 4:40 pm
ICSE ISC: প্রকাশিত আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফলাফল, প্রথম স্থানে কে?

রবিবার দুপুরে প্রকাশিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণির ফলাফল। এবার দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল মোট ২.৫ লক্ষ পড়ুয়া। চলতি বছরে আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ, আর ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ।

অন্যদিকে, আইএসসি-তে পাশের হার ৯৬.৯৩ শতাংশ। দশমের পরীক্ষায় মোট ৯ জন প্রথম স্থান অধিকার করেছে। সেই তালিকায় রয়েছে বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। সেন্ট জেভিয়ার্সের স্কুল পূর্ব বর্ধমানের ছাত্র সম্বিত।

Related Articles