Sambad Samakal

Cyclone Mocha: দুপুরেই আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘মোকা’! কত থাকতে পারে গতিবেগ?

May 14, 2023 @ 10:17 am
Cyclone Mocha: দুপুরেই আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘মোকা’! কত থাকতে পারে গতিবেগ?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মোকা’ পরিণত হয়েছে সুপার সাইক্লোনে! রবিবার সকালে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে ‘মোকা’। জানা যাচ্ছে, এদিন দুপুরেই মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি আছড়ে পড়তে পারে এই অতিশক্তিশালী ঘূর্ণিঝড়। যার জেরে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জানা যাচ্ছে, ল্যান্ডফলের সময়ে ‘মোকা’র গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২১০ কিলোমিটার। মায়ানমারের সিতওয়ে উপকূল ও বাংলাদেশের কক্সবাজার উপকূলে চরম সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় সরাসরি এর কোনও প্রভাব না পড়লেও সমুদ্র উত্তাল থাকায়, মৎসজীবিদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতেও সতর্ক রয়েছে প্রশাসন।

Related Articles