Sambad Samakal

Mamata: ডিএ বাধ্যতামূলক নয়! বিরোধীদের নিশানা করে কী অভিযোগ মমতার?

May 15, 2023 @ 5:45 pm
Mamata: ডিএ বাধ্যতামূলক নয়! বিরোধীদের নিশানা করে কী অভিযোগ মমতার?

বকেয়া ডিএ’র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। এপ্রসঙ্গে সোমবার নবান্ন থেকে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গেই বিরোধীদের উদ্দেশ্যেও কার্যত তোপ দেগে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘সার্ভিস রুল’ ভঙ্গ করছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।

এদিন মমতা বলেন, “ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। আমার যদি টাকা থাকে, তাহলে কাউকে একটু ভালোবেসে পুরস্কার দিলাম। তাসত্ত্বেও’তো আমরা ১২৬ শতাংশ ডিএ দিয়েছি। কয়েক দিন আগেই ৩ শতাংশ বাড়িয়েছি, প্রয়োজনে আরও ৩ শতাংশ বাড়াতে পারি। বাম আমলে’তো ৩৫ শতাংশ দিয়ে রেখে দিয়েছিল। কিন্তু এটা মনে রাখতে হবে যে সরকারটা মাসের ১ তারিখে মাইনে দেয়। সময়মতো সকলের পেনশন দেয়। কেন্দ্র আমাদের ১ লক্ষ কোটি টাকার ওপরে আটকে রেখেছে। ওটা নিয়ে আসুন না!”

এরসঙ্গেই মমতার অভিযোগ, “যারা প্রতিদিন কাজ বাদ দিয়ে মিছিল করছেন, তারা কি সার্ভিস রুল ব্রেক করছেন না! মানুষ’তো পরিষেবা পাচ্ছে না। আপনি ছুটির পরে করুন না! হরিশ মুখার্জি স্ট্রিট আটকে মিছিল করছে। ওটা’তো একমুখী রাস্তা। সিপিএম-বিজেপি আর কংগ্রেস একসঙ্গে চলছে। পাবলিক সার্ভিস কমিশন সব সরকারি দফতরে কোঅর্ডিনেশন কমিটির লোকেরা বসে আছে। গ্যাস বেলুনের মত ফুলে এসব করছে। কর্মচারীদের প্রতি আমি সহানুভূতিশীল। তাদের আমি নিজের পরিবারের সদস্য মনে করি।”

Related Articles