Sambad Samakal

Recruitment Scam: কমল চাকরি বাতিলের সংখ্যা! কী জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

May 16, 2023 @ 2:18 pm
Recruitment Scam: কমল চাকরি বাতিলের সংখ্যা! কী জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

গত ১২’মে দুর্নীতির দায়ের ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। সেই রায় আসার পর থেকেই সংখ্যা বিভ্রাট প্রসঙ্গ তুলেছিলেন অনেকে। মঙ্গলবার সেবিষয়ে স্পষ্ট করে নতুন সংখ্যা জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিন তিনি জানান, টাইপে ভুলের জন্য ৩৬ হাজার চাকরি বাতিলের কথা লেখা হয়েছিল। আসলে সংখ্যাটা ৩২ হাজারের কিছু বেশি। মামলাকারী আইনজীবীদের দৃষ্টিআকর্ষণের পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “এত দুর্নীতি হয়েছে যে, চাকরি বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিলনা।”

যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই জানিয়ে দিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে লড়াই করবে সরকার। সেই অনুযায়ী, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related Articles