রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা একটি গাড়ির ধাক্কায় চণ্ডীপুরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে নিজেই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন শুভেন্দু। বুধবার সেই মামলার শুনানিতে শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ আধিকারিকদের রক্ষাকবচ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।
এদিন বিচারপতি মান্থা নির্দেশ দেন, আপাতত সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে কোনও ধরনের কড়া পদক্ষেপ নেওয়া যাবেনা। উচ্চ আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নিম্ন আদালতে পেশ করতে পারবেনা তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিশের পক্ষ থেকে শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের তলব করলে, তাতে সাড়া না দিলেও চলবে। আগামী মাসে ফের শুনানি হবে এই মামলার।