Sambad Samakal

Abhishek: এজেন্সি ডাকলে প্রয়োজনে যাত্রা বন্ধ করেও হাজিরা! হাইকোর্টের রায় প্রসঙ্গে কী মত অভিষেকের?

May 18, 2023 @ 5:03 pm
Abhishek: এজেন্সি ডাকলে প্রয়োজনে যাত্রা বন্ধ করেও হাজিরা! হাইকোর্টের রায় প্রসঙ্গে কী মত অভিষেকের?

কুন্তল ঘোষের চিঠি মামলায় বিপক্ষে গেছে কলকাতা হাইকোর্টের রায়। তাসত্ত্বেও কেন্দ্রীয় এজেন্সির তদন্তে সমস্ত রকমের সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী এজেন্সি সমন পাঠিয়ে ডাকলে, জনসংযোগ যাত্রা এক দিনের জন্য বন্ধ করে তিনি হাজিরা দিতে যাবেন বলেও জানিয়ে দিলেন অভিষেক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “এজেন্সির তদন্তে আমি সমস্ত রকমের সহযোগিতা করতে প্রস্তুত। তার সঙ্গেই এক জন নাগরিক হিসেবে আমার উচ্চ আদালতে আপিল করার অধিকার রয়েছে। রায়ের কপি হাতে পেলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিমকোর্টে যাব। কিন্তু যার নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে, যাকে ক্যামেরায় টাকা নিতে দেখ গেছে, তাকে সিবিআই ডাকে না।”

মামলা খারিজের সঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানা প্রসঙ্গে অভিষেক বলেন, “আমার ওপর ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যারা কথায় কথায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করে, কই তাদের’তো জরিমানা করা হয়না! আর আমি এক জন সাধারণ নাগরিক হিসেবে আদালতের দারস্থ হয়েছি বলে, জরিমানা করা হল!”

Related Articles