Sambad Samakal

Kerala Story: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ! কী জানাল সুপ্রিমকোর্ট?

May 18, 2023 @ 3:29 pm
Kerala Story: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ! কী জানাল সুপ্রিমকোর্ট?

আইন-শৃঙ্খলা জনিত পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাংলায় নিষিদ্ধ হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটিতে। যার বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিলেন পরিচালক সুদীপ্ত সেন। বৃহস্পতিবার সেই মামলায় রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত।

এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শনে কোনও বাধা দেওয়া যাবেনা। আইন-শৃঙ্খলা জনিত কোনও পরিস্থিতি তৈরি হওয়ার যে আশঙ্কা রাজ্য সরকারক করছে, তা নিতান্তই অমূলক, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের। ফলে দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে বাংলার সিনেমা হল গুলিতে প্রকাশ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে আর কোনও বাধা রইলনা।

Related Articles