Sambad Samakal

Demonetisation: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২ হাজার টাকার নোট! কী নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্কের?

May 19, 2023 @ 10:06 pm
Demonetisation: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২ হাজার টাকার নোট! কী নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্কের?

দেশে ফের ডিমনিটাইজেশন! বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২ হাজার টাকার সমস্ত নোট! শুক্রবার সন্ধেয় এক নির্দেশিকা জারি করে এমনই সিদ্ধান্তের কথা জানাল ভরতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, এখন থেকে আর ২ হাজার টাকার নোট ছাপবেনা রিজার্ভ ব্যাঙ্ক। তবে এই মুহূর্তে যাদের কাছে ২ হাজার টাকার নোট রয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়ায় সেগুলি বদলে নেওয়া যাবে। দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে, ২ হাজার টাকার নোটের মাধ্যমে সমস্ত লেনদেন বন্ধ করে দেওয়ার জন্য।

রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশিকায় জানাচ্ছে, ২ হাজার টাকার নোট বাতিল করা হলেও, এখনই তা বেআইনি হয়ে যাচ্ছেনা। আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ নাগরিকরা ২ হাজার টাকার নোট যে কোনও ব্যাঙ্কে গিয়ে জমা করতে বা বদলে নিতে পারবেন। তবে একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজার টাকার নোট জমা করা বা বদলানো যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

Related Articles