Sambad Samakal

Egra Blast: এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু! নেওয়া গেল মৃত্যুকালীন জবানবন্দি?

May 19, 2023 @ 10:09 am
Egra Blast: এগরা কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু! নেওয়া গেল মৃত্যুকালীন জবানবন্দি?

এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্তের মৃত্যু! জানা যাচ্ছে, গুরুতর আহত অবস্থায় কটকের নার্সিংহোমে মৃত্যু হয়েছে ভানু বাগের। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছিল ভানু। কলাপাতায় মোড়া ভানুর একাধিক ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে রাজ্য সিআইডি। জানা যাচ্ছে, হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি থাকায় শেষপর্যন্ত ভানু বাগের মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি সিআইডির তদন্তকারীদের পক্ষ থেকে।

Related Articles