Sambad Samakal

Madhyamik Result: কীভাবে নিজেকে তৈরি করেছিল? কেন বেশি পড়তে বারণ করত মা? কী জানাচ্ছে মাধ্যমিকে প্রথম দেবদত্তা?

May 19, 2023 @ 11:41 am
Madhyamik Result: কীভাবে নিজেকে তৈরি করেছিল? কেন বেশি পড়তে বারণ করত মা? কী জানাচ্ছে মাধ্যমিকে প্রথম দেবদত্তা?

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। মোট ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ নম্বর পয়েছে সে। রেজাল্ট প্রকাশের পরে কার্যত উচ্ছসিত দেবদত্তা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবদত্তা জানাল, “স্কুলের শিক্ষকদের সঙ্গে প্রাইভেট টিউটররাও যথেষ্ট সাহায্য করেছে। আমি বেশি সকালে ঘুম থেকে উঠতে পারতাম না। মোটামুটি ৮/৯টা থেকে পড়তাম। ৮ থেকে ১০ ঘণ্টা পড়েছি প্রতিদিন। আমার পড়তে খুব ভালো লাগত। একবার পড়তে বসলে উঠতাম না, তাই বকত। একটানা এতক্ষণ পড়তে বারণ করত।”

ভবিষ্যতে কী নিয়ে পড়তে চায় দেবদত্তা? সে জানিয়েছে, “আমার ফিজিক্স আর অঙ্ক খুব ভালোলাগে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। আইআইটি’তে পড়তে চাই।” দেবদত্তার এই সাফল্যে কার্যত খুশির জোয়ার গোটা পরিবারের সদস্যদের মধ্যে।

Related Articles