Sambad Samakal

Madhyamik Result: মাধ্যমিকের মেধা তালিকায় ১৬ জেলার ১১৮ জন, জানুন বিস্তারিত

May 19, 2023 @ 10:54 am
Madhyamik Result: মাধ্যমিকের মেধা তালিকায় ১৬ জেলার ১১৮ জন, জানুন বিস্তারিত

সদ্য প্রকাশিত হয়েছে ২০২৩ সালের মাধ্যমিকের মেধা তালিকা। দুপুর ১২টা থেকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬টি জেলার মোট ১১৮ জন পড়ুয়া এবারের মেধা তালিকায় স্থান পেয়েছে। যদিও শহর কলকাতা থেকে এক জনও এবছরের মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পায়নি।

মেধা তালিকায় সবথেকে ওপরে রয়েছে মালদা জেলা। সেখান থেকে মোট ২১ জন তালিকায় স্থান পেয়েছে। এরপরেই রয়েছে পূর্ব বর্ধমান জেলা। সেখানকার মোট ১৭ জন তালিকায় স্থান পেয়েছে। এছাড়া বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ১৩ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন, উত্তর চব্বিশ পরগনা থেকে ৯ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৬ জন, হুগলি থেকে ৫ জন, হাওড়া থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন, বীরভূম থেকে ২ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন, জলপাইগুড়ি থেকে ১ জন, ঝাড়গ্রাম থেকে ১ জন ও নদিয়া থেকে ১ জন মেধা তালিকায় স্থান পেয়েছে।

Related Articles