Sambad Samakal

Madhyamik Result: মাধ্যমিকে পাশের হার কত? প্রথম চার-এ কোন কোন জেলা?

May 19, 2023 @ 11:13 am
Madhyamik Result: মাধ্যমিকে পাশের হার কত? প্রথম চার-এ কোন কোন জেলা?

প্রকাশিত ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে মোট ৮৬.১৫ শতাংশ পড়ুয়া। গত বছরের তুলনায় যা সামান্য বেশি। তপশিলি জাতি অন্তর্ভুক্ত পড়ুয়াদের পাশের হার ৮২.৮৮ শতাংশ। তপশিলি উপজাতি পড়ুয়াদের পাশের হার ৭৬.০৬ শতাংশ। সংখ্যালঘু মহিলা পড়ুয়াদের মধ্যে পাশ করেছে প্রায় ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

পাশের নিরিখে প্রথম চার জেলার মধ্যে প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলার মোট ৯৬.৮৮ শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং জেলা। এখানকার ৯৩.১৩ শতাংশ পরীক্ষার্থী সফল হয়েছে। এরপরেই রয়েছে কলকাতা। এখানকার মোট ৯৩. ৭৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। চার নম্বরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা।

পর্ষদ জানিয়েছে, স্বচ্ছতার স্বার্থে এবছর সমস্ত রেজাল্ট ও সার্টিফিকেটে কিইউআর কোড থাকছে। রাজ্যে মোট ৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

Related Articles