Sambad Samakal

Kalighater Kaku: বাজেয়াপ্ত ১১ মোবাইল, কতগুলো কোম্পানির মালিক কালীঘাটের কাকু?

May 21, 2023 @ 3:12 pm
Kalighater Kaku: বাজেয়াপ্ত ১১ মোবাইল, কতগুলো কোম্পানির মালিক কালীঘাটের কাকু?

শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তল্লাশিতে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে বলে দাবি করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, এদিন ‘কালীঘাটের কাকু’র মোট ১১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও প্রচুর পেন ড্রাইভ, হার্ড ডিস্ক সহ ডিজিটাল তথ্য-নথি সংগ্রহ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

পাশাপাশি সূত্রের খবর, ‘কালীঘাটের কাকু’র নামে থাকা মোট ৩টি কোম্পানির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ওই কোম্পানিগুলোর মাধ্যমেই কি নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা সাদা করা হত! তদন্ত শুরু করেছেন ইডির আধিকারিকরা।

যদিও সুজয়কৃষ্ণ ভদ্রের দাবি, তাঁর নামে বেহালায় একটি জমি, একটি বাড়ি ও পৈত্রিক ভিটেয় একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ফ্রেজারগঞ্জের কাছে একটি জমির আংশিক মালিকানা রয়েছে। এর বাইরে নামে বা বেনামে কোনও সম্পত্তি তার নেই।

Related Articles