Sambad Samakal

Weather: ফের জারি তাপপ্রবাহের সতর্কতা! বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

May 22, 2023 @ 9:41 am
Weather: ফের জারি তাপপ্রবাহের সতর্কতা! বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

মে মাসের শেষের দিকে ফের তীব্র গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিস ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। তবে কয়েকটি জেলায় আবার বিক্ষপ্তভাবে ঝড়-বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শহর কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে জারি থাকছে অস্বস্তিকর গরমের অনুভূতি।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles