Sambad Samakal

Mamata: অনন্য সাফল্য ‘বাংলা সহায়তা কেন্দ্রে’র! টুইটে কী জানালেন মুখ্যমন্ত্রী?

May 22, 2023 @ 8:50 pm
Mamata: অনন্য সাফল্য ‘বাংলা সহায়তা কেন্দ্রে’র! টুইটে কী জানালেন মুখ্যমন্ত্রী?

রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্লকে ব্লকে ‘বাংলা সহায়তা কেন্দ্র’ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেই ১০ কোটি সরকারি পরিষেবা পৌঁছে গেল রাজ্যের সাধারণ মানুষের কাছে। সোমবার এই সুসংবাদ জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “রাজ্যের মানুষের কাছে ১০ কোটির বেশি সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। এই সংখ্যাই প্রমাণ করছে যে কীভাবে সরকারি পরিষেবা বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রশাসন।”

প্রসঙ্গত, এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য বিনামূল্যে ফর্ম ফিলআপ করা হয়। এছাড়াও সরকারি পরিষেবা সম্পর্কে সমস্ত তথ্য জানানো হয়ে থাকে।

Related Articles