Sambad Samakal

Mamata: বেআইনি বাজি কারখানা বন্ধে আরও কড়া নবান্ন! কাদের নেতৃত্বে কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী?

May 22, 2023 @ 6:18 pm
Mamata: বেআইনি বাজি কারখানা বন্ধে আরও কড়া নবান্ন! কাদের নেতৃত্বে কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী?

পূর্ব মেদিনীপুরের এগরার পরে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বেআইনি বাজি কারখানায় রক্ত ঝেড়েছে। এই পরিস্থিতিতে সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বেআইনি বাজি কারখানা বন্ধে আরও কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা যাচ্ছে, এদিনের বৈঠক থেকে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেআইনি বাজি কারখানা বন্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়ে এই কমিটি তাদের পরামর্শ জানাবে মন্ত্রীসভাকে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কোন কোন তুলনামূলকভাবে ফাঁকা স্থানে বাজি তৈরির কারখানার ক্লাস্টার তৈরি করা সম্ভব, সেই বিষয়েও নিজেদের মতামত স্পষ্ট করবে উচ্চপর্যায়ের কমিটি। রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটক।

Related Articles