Sambad Samakal

Partha Chatterjee: বিনা বিচারে ৩০০ দিনেরও বেশি জেলে! ক্ষুব্ধ পার্থ

May 22, 2023 @ 2:52 pm
Partha Chatterjee: বিনা বিচারে ৩০০ দিনেরও বেশি জেলে! ক্ষুব্ধ পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাকে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ করা হয়। আর সেখানেই আদালতে প্রবেশ করার মুখে নিজের বন্দিদশা নিয়ে কার্যত চরম ক্ষোভ উগড়ে দিলেন পার্থ।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, “আমি ৩০০ দিনেরও বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি হয়ে আছি। সেটা নিয়ে কথা বলুন!”

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয় পার্থর। এবার নিয়ে জের সেই বন্দিদশা নিয়েই হতাশা ও ক্ষোভের কথা কার্যত প্রকাশ্যে উগড়ে দিলেন তিনি।

Related Articles