Sambad Samakal

CBI: জয়সওয়ালের মেয়াদ শেষ, নতুন সিবিআই প্রধান নিয়োগে কোন সমীকরণ?

May 25, 2023 @ 7:08 pm
CBI: জয়সওয়ালের মেয়াদ শেষ, নতুন সিবিআই প্রধান নিয়োগে কোন সমীকরণ?

সিবিআই প্রধান হিসেবে বৃহস্পতিবার মেয়াদ শেষ হল সুবোধ জয়সওয়ালের। তাঁর জায়গায় নতুন সিবিআই প্রধানের দায়িত্ব নিলেন প্রবীণ সুদ। আর প্রবীণ সুদের এই নতুন দায়িত্বভার নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, এর আগে তিনি কর্নাটকের পুলিশ প্রধান ছিলেন। শুধু তাই নয়, বিরোধী আসনে থাকাকালীন সুদের বিরুদ্ধে কর্নাটক কংগ্রেস বিজেপির প্রতি অতি নরম মনোভাবের অভিযোগ করেছিল। এমনকী, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার প্রবীণ সুদের গ্রেফতারিরও দাবি করেছিলেন।

সম্প্রতি কর্নাটকে সরকারের ক্ষমতায় এসেছে কংগ্রেস। শিবকুমার এখন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী। তাছাড়া, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তভারও রয়েছে সিবিআইয়ের হাতে। এই আবহে বিজেপির প্রতি “অতি নরম মনোভাবে”র অভিযোগ থাকা ১৯৮৬ ব্যাচের আইপিএস আধিকারিক প্রবীণ সুদের সিবিআই প্রধান পদে উত্তরণের ঘটনায় নতুন সমীকরণ খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস বারবারই কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলছে। তাঁদের দাবি, বাংলা, দিল্লি সহ দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলিকে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার ধারাবাহিক “অপচেষ্টা” চালিয়ে যাচ্ছে মোদি সরকার। ফলে নতুন সিবিআই প্রধান হিসেবে সুদের নিয়োগ সেই অভিযোগকেই আরও একটু উসকে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব ঠিক থাকলে আগামী ২ বছর সিবিআই প্রধান হিসাবে কাজ করবেন সুদ। কূটনীতিকদের মতে, এই সুযোগে কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে নাস্তানাবুদ করতে মোদি-শাহদের অন্যতম হাতিয়ার হতে পারেন সুদ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর বৈঠকেই সুদকে নতুন সিবিআই প্রধান পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যদিও অধীর সেই বৈঠকে নিজের অসম্মতির কথা জানালেও সেই আপত্তি টেকেনি।

Related Articles