Sambad Samakal

Rail: ঝড়ে ভাঙল প্যান্টোগ্রাফ, বর্ধমান-রামপুরহাট শাখায়

May 25, 2023 @ 8:54 pm
Rail: ঝড়ে ভাঙল প্যান্টোগ্রাফ, বর্ধমান-রামপুরহাট শাখায়

প্রবল ঝড়ের দাপটে ভাঙল প্যান্টোগ্রাফ। যার জেরে বৃহস্পতিবার বিকেলে বর্ধমান-রামপুরহাট শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। ফলে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

এদিন বর্ধমান-রামপুরহাট লুপলাইনের গুসকরা ও পিচকুড়ি স্টেশনের মাঝে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ে। ফলে বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ট্রেনটি দাঁড়িয়ে থাকায় ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল সূত্রে খবর, বনপাস স্টেশনে আপ হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস আটকে যায়। অন্যদিকে, ঝাপটের ঢাল স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া রামপুরহাট প্যাসেঞ্জার। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘বোলপুর ও বর্ধমান থেকে টাওয়ার ভ্যান নিয়ে মেরামতের কাজ চলে। অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়।”

Related Articles