Sambad Samakal

DU: পাঠক্রম থেকে বাদ ‘সারে জাঁহা সে আচ্ছা’র রচয়িতা ইকবালের অধ্যায়! তুমুল বিতর্ক

May 27, 2023 @ 3:03 pm
DU: পাঠক্রম থেকে বাদ ‘সারে জাঁহা সে আচ্ছা’র রচয়িতা ইকবালের অধ্যায়! তুমুল বিতর্ক

মোদি সরকারের আমলে ভারতের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে বারবার সরব হন বিরোধী দলের নেতারা। এবার বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বাদ দেওয়া হচ্ছে ‘সারে জাঁহা সে আচ্ছা’র রচয়িতা মহম্মদ ইকবালের অধ্যায়।

সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাকিস্তানের জাতীয় কবি মহম্মদ ইকবালকে নিয়ে থাকা অধ্যায়টি বাদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের ছাড়পত্র পেলেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে খবর।

আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। পাল্টা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।

Related Articles