Sambad Samakal

Abhishek Banerjee: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত আরও এক কুড়মি নেতা

May 29, 2023 @ 10:19 am
Abhishek Banerjee: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত আরও এক কুড়মি নেতা

নবজোয়ার যাত্রা চলাকালীনই গড় শালবনিতে আক্রান্ত হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। আর সেই ঘটনায় গ্রেফতার করা হল আরও এক কুড়মি নেতাকে। জানা যাচ্ছে, ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতোর ঘনিষ্ঠ সহযোগী নিশিকান্ত মাহাতোকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম পুলিশ। অভিযোগ, অভিষেকের কনভয়ে হামলার সময়ে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন নিশিকান্ত।

সরকার সম্পত্তি ভাঙচুর, মারধর, ছিনতাই সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে নিশিকান্ত মাহাতোর বিরুদ্ধে৷ অন্যদিকে, এই মামলার তদন্তভার ইতিমধ্যেই নিজেদের হাতে নিয়েছে রাজ্য সিআইডি। জানা যাচ্ছে, ঝাড়গ্রাম জেলা পুলিশের কাছ থেকে মামলার সমস্ত নথি নিজেদের হেফাজতে নিয়েছেন সিআইডির তদন্তকারীরা।

Related Articles