Sambad Samakal

Olympics: দু’পায়ে আলাদা জুতো পরে অলিম্পিক জয়! জানেন সেই ঐতিহাসিক মুহূর্তের ঘটনা?

Jun 1, 2023 @ 9:56 am
Olympics: দু’পায়ে আলাদা জুতো পরে অলিম্পিক জয়! জানেন সেই ঐতিহাসিক মুহূর্তের ঘটনা?

ভিন্ন রঙের দু’টি জুতো দু’পায়ে। হামেশাই এদৃশ্য দেখা যায় ফুটবল মাঠে। বিশেষ করে, ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের পর থেকে স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে এই ধরনের বুট। তবে ১১০ বছর আগে দু’পায়ে দুটি ভিন্ন জুতো পরে অলিম্পিক জিতেছিলেন এক নেটিভ আমেরিকান!

জিম থরপে, ১৯১২-র অলিম্পিক। ডেকাথলনের ১৫০০ মিটার হিটের ঠিক আগে, হারিয়ে যায় তাঁর জুতো। হারিয়ে গিয়েছিল বললে, ভুল হবে। বর্ণবিদ্বেষের জেরে সরিয়ে দেওয়া হয়েছিল জুতো। শেষপর্যন্ত এক সতীর্থের এক পাটি জুতো ধার করে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম নেটিভ ইন্ডিয়ান হিসেবে অলিম্পিকে সোনা জয় করেছিলেন জিম থরপে।

Related Articles