শিক্ষাক্ষেত্রে রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই রয়েছে। নতুন উপাচার্য নিয়োগ নিয়ে বৃহস্পতিবারই রাজ্যপালকে তোপ দেগেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর শুক্রবার নাম না করে সেই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, “আলোচনা করা মানে, সম্মতি দেওয়া নয়।”
শিক্ষামন্ত্রী অভিযোগ করেছিলেন, উপাচার্য নিয়োগ প্রসঙ্গে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই এক তরফা ভাবে সিদ্ধান্তে নিয়েছেন রাজ্যপাল, যা বেআইনি। পাল্টা এপ্রসঙ্গে নিজের অনমনীয় অবস্থান এদিন ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।