Sambad Samakal

Coromandal Express: ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত বেড়ে ২৩৮, আহত অন্তত ৬৫০! ঘটনাস্থলে রেলমন্ত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী

Jun 3, 2023 @ 9:40 am
Coromandal Express: ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত বেড়ে ২৩৮, আহত অন্তত ৬৫০! ঘটনাস্থলে রেলমন্ত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী

ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্টের ভয়াবহ দুর্ঘটনায় লাগাতার বাড়ছে মৃত্যুমিছিল। শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩৮-এ। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্তত ৬৫০ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আটকে থাকা প্রায় ১ হাজার যাত্রী নিয়ে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট হওড়ার দিকে আসছে। এছাড়াও ২০০ যাত্রী নিয়ে বালেশ্বর থেকে হাওড়ার দিকে আসছে একটি বিশেষ ট্রেন।

শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ দুর্ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখার সঙ্গেই উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন তারা। দ্রুত উদ্ধার কাজ চালানোর জন এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীদের ধন্যবাদ জানান।

গতকাল সারারাত উদ্ধারকাজ তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বালেশ্বরের দুর্ঘটনাস্থলে বাংলার মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Related Articles