Sambad Samakal

Mamata: বালেশ্বরের দুর্ঘটনাস্থলে মমতা, রেলকে দুষে কী ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর?

Jun 3, 2023 @ 2:23 pm
Mamata: বালেশ্বরের দুর্ঘটনাস্থলে মমতা, রেলকে দুষে কী ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর?

শনিবার দুপুরে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস ও হামসফর এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনাস্থলে পৌঁছে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরে স্থানীয় হাসপাতালে গিয়েও আহতদের চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দুর্ঘটনা প্রসঙ্গে কথা বলার পরেই সাংবাদিকদের সামনে কার্যত নিজের ক্ষোভ উগড়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “আমিও দীর্ঘদিন রেল মন্ত্রী ছিলাম। কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে, রেলের নিজেদের মধ্যেই সংযোগের অভাব। কীভাবে এই ভয়াআহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হোক। এটা শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা।”

এরসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাংলার যে নাগরিকরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি রেলের পক্ষ থেকেও মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা আগেই করা হয়েছে।

Related Articles