বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে প্রাণ গিয়েছে ২৯৫ জনের। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। আর এরমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবিতে মামলা দায়ের হল দেশের সর্বোচ্চ আদালতে।
মামলাকারীর দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্ত করা হোক। এছাড়াও প্রতিটি দূরপাল্লার ট্রেনে সংঘর্ষরোধক ‘কবচ’ সিস্টেম লাগানোরও দাবি তোলা হয়েছে। তবে ঠিক কবে এই মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।