Sambad Samakal

Mamata: বালেশ্বর রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নয়া আর্থিক সাহায্যের ঘোষণা করে ফের কেন্দ্রকে তোপ মমতার

Jun 4, 2023 @ 6:34 pm
Mamata: বালেশ্বর রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নয়া আর্থিক সাহায্যের ঘোষণা করে ফের কেন্দ্রকে তোপ মমতার

বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় বাংলার যে বাসিন্দারা বেঁচে ফিরে এসেছেন, তাদের জন্য নয়া আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি জানান, মানসিক ভাবে বিপর্যস্ত করমণ্ডল এক্সপ্রেসে থাকা বাংলার সমস্ত যাত্রীদের এককালীন ১০ হাজার টাকা করে সাহায্য করবে সরকার। এছাড়াও আগামী তিন মাস ওই সমস্ত পরিবারকে মাসে ২ হাজার টাকা ও খাদ্যশষ্য পৌঁছে দেবে রাজ্য প্রশাসন।

এরসঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা, বালেশ্বর রেল দুর্ঘটনা প্রসঙ্গে ফের একবার তোপ দাগলেন মোদি সরকারকে। তিনি বলেন, “করমণ্ডল ও হামসফরের মত জনপ্রিয় ট্রেনে কেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিলনা! আমি রেলমন্ত্রী থাকাকালীন ওই ব্যবস্থা করে এসেছিলাম। সিগন্যালিং ব্যবস্থার এখন কোনও রক্ষণাবেক্ষণই হয়না। লাইনের নীচে থাকা পাথরগুলোও বদলানো হয়না। ভগবানের ভরসায় সব চলছে। মোদি সরকার শুধু অপেক্ষা করছে, কবে রেল বেচবে! বিজেপির এখন কালো কাপড় দিয়ে মুখ ঢেকে বসে থাকা উচিত।”

Related Articles